আমাদের এক বাংলা শিক্ষক ছিলেন। স্যারের নাম ছিল কাসেম আলী (ছদ্মনাম)। তিনি বাংলা ব্যাকরণ খুব ভালো পড়াতেন। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি কোনো উচ্চারণ শুদ্ধ করতে পারতেন না। একদিন তিনি ক্লাসে ‘কাল’ পড়াচ্ছেন। আমাদের সবাইকে লিখতে বললেন, হাক হা হা হরে। হেটা হোন হাল। এক ছাত্র চিৎকার করে বলল, হ্যার, হেটা বর্তমান হাল।
মুহাম্মদ নাহিদুল ইসলাম
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply