আমি যখন ক্লাস টুতে পড়ি সে সময়কার ঘটনা। ক্লাস টুতে আমার রোল ছিল তিন। তখন আমাদের রোলকল করা হতো না। ছোট ছিলাম বলে নাম বলা হতো এবং দাঁড়িয়ে ‘উপস্থিত’ বলে জবাব দিতে হতো। আমাদের ক্লাসে তখন প্রথম তিনজনের নামের শেষ শব্দটা ছিল ‘চৌধুরী’। একদিন স্কুলে গেলাম। আপা ক্লাসে ঢুকলেন। কিছুক্ষণ পর নাম ডাকা শুরু হলো। আপা প্রথমজনের সম্পূর্ণ নাম বললেন, জবাবে সে বলল ‘উপস্থিত’। দ্বিতীয়জনেরও সম্পূর্ণ নাম বললে সেও বলল ‘উপস্থিত’। কিন্তু আমার সময় আপা সম্পূর্ণ নাম না বলে শুধু বললেন মোয়াজ্জেম হোসেন আমিও ছিলাম বোধহয় ঘোরের মধ্যে তাই চৌধুরী ছন্দ ঠিক রাখার জন্য বলে উঠলাম ‘চৌধুরী’।
মোয়াজ্জেম হোসেন চৌধুরী
সিলেট
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
পূর্ববর্তী:
« চৌদ্দবার টয়লেটে
« চৌদ্দবার টয়লেটে
পরবর্তী:
চ্যানেলটা বদলে দিতে পারতাম »
চ্যানেলটা বদলে দিতে পারতাম »
Leave a Reply