২০০৭ সালের ঘটনা। আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। চতুর্থ শ্রেণীতে এই স্কুলে নতুন ভর্তি হয়েছিলাম বলে কাউকে চিনতাম না। শুধু একটা মেয়েকে দেখতাম। সে ক্লাসের সহকারী ক্যাপ্টেন ছিল। সহকারী হলেও মাতব্বরি বেশি করত। এমন একটা ভাব করত যেন সে-ই ক্লাসের মাথা। একদিন ম্যাডাম কী কারণে যেন বাইরে গেলেন। ইতিমধ্যে ক্লাসে গোলমাল শুরু হয়ে গেছে। এমন সময় একটা নোটিশ এল। মেয়েটা সবাইকে বলতে লাগল, ‘সবাই চুপ করো নুটুস এসেছে।’ এই কথাটা বলে সে চুপ। এরই মধ্যে ক্লাসে হাসির রোল পড়ে গেছে। এরপর থেকে সে আর বেশি মাতব্বরি করেনি।
নুসরাত জাহান
গদাইরচর, মাধবদী
নরসিংদী।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply