রফিক স্যার সেদিন আমাদের দশম শ্রেণীতে জীববিজ্ঞানের ব্যবহারিক ক্লাস নিচ্ছিলেন। তিনি সেদিন আমাদের সামনে একটি ব্যাঙ কেটে ব্যাঙের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে আমাদের বাস্তব ধারণা দেবেন। স্যার একে একে আমাদের সবাইকে ব্যাঙের হাত-পা, মাথা, লেজ, দাঁত ইত্যাদিসহ পেট কেটে অন্য আরও কিছু সম্বন্ধে হালকা-পাতলা একটা ধারণা দিলেন। একপর্যায়ে স্যার আমাদের ব্যাঙের কিডনি দেখাবেন। তবে তন্ন তন্ন করে পুরো ব্যাঙ কেটে ফেলেও কিডনি খুঁজে না পেয়ে অনেকটা হতাশগ্রস্ত হলেন। হঠাৎ একটু চিন্তা করে স্যার সবার উদ্দেশে বলে উঠলেন, ‘বুঝতে পেরেছি, এই ব্যাঙের কিডনি নেই। অন্য ব্যাঙ আনতে হবে!’ তখন আমার এক বন্ধু দাঁড়িয়ে বলল, কেন স্যার, ওই ব্যাঙের একটা কিডনি একে দান করার জন্য?
নাজমুল ইসলাম
করটিয়া, দেলদুয়ার, টাঙ্গাইল।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply