ঘটনাটি ২০০৯ সালের। আমি তখন পাবনা জেলা স্কুলে দশম শ্রেণীতে পড়ি। আমাদের ক্লাসরুমটা ছিল দোতলায়। দোতলার জানালা থেকে স্কুলের বাইরের অনেক কিছু লক্ষ করা যেত। আমাদের সমাজবিজ্ঞান ক্লাস নিতেন লায়লা ম্যাডাম। একদিন তিনি সমাজবিজ্ঞান বইয়ের ভূগোলের ‘শিলা’ অধ্যায় নিয়ে লেকচার দিচ্ছিলেন। এদিকে আমার পাশে বসা বন্ধু ফারহান জানালা দিয়ে রাস্তার পাশে ঝালমুড়ির দোকানে কয়েকটা মেয়ের ঝালমুড়ি খাওয়া দেখছিল। ম্যাডাম ব্যাপারটা কোনোভাবে খেয়াল করতে পেরে লেকচারের মধ্যে তাকে হঠাৎ ডেকে জিজ্ঞাসা করেন, ‘এই ছেলে…! হ্যাঁ তুমি, বলো তো শিলা কী?’ ফারহান কোনো কিছু না ভেবেই হঠাৎ করে বলে ফেলল, ‘ম্যাডাম, শিলা একটি মেয়ের নাম।’ ক্লাসে হাসির বন্যা বয়ে গেল সঙ্গে সঙ্গে। ম্যাডামও হাসতে হাসতে বললেন, ‘তো, শিলা কি এখন ঝালমুড়ি খাচ্ছে?’
মো. জায়েদ হোসেন
শহীদ বুলবুল কলেজ, পাবনা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply