২০০৬ সালের বিশ্বকাপ খেলা। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বন্ধুদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। বরাবরের মতোই এক দল ব্রাজিল এবং অপর দল আর্জেন্টিনা। আমি অবশ্য ব্রাজিলের পক্ষে ছিলাম। আমরা একে অপরকে খ্যাপাচ্ছি। একপর্যায়ে আমাদের নজর পড়ল ক্লাসরুমের ঝকঝকে সাদা দেয়ালের ওপর। আমরা সিদ্ধান্ত নিলাম, দেয়ালে আমাদের প্রিয় দলের নাম খোদাই করব। ব্রাজিল দল থেকে প্রচণ্ড দুষ্টু বন্ধু রাফি এবং আর্জেন্টিনা দল থেকে ফখরুলকে প্রধান করে দেয়াললিখন কমিটি গঠন করা হলো। আমরা যে যার মতো লাল ইট, গাছের পাতা ইত্যাদি দিয়ে নিজের দলের পতাকা ও নাম লিখলাম। এমন প্রতিযোগিতা চলছিল যে আমরা বিশ্বকাপের মাঠকে ক্লাসরুমে নিয়ে এসেছিলাম। আমাদের কাজ শেষ। আমরা খুবই খুশি। এমন সময় প্রচণ্ড রগচটা স্যার রুমে প্রবেশ করলেন। দেয়ালের অবস্থা দেখে তাঁর মাথা বিগড়ে গেল এবং শিক্ষকেরা মিলে আমাদের পেটানোর জন্য কমিটি গঠন করলেন। আমাদের পেটালেন গরুর মতো। কিন্তু পেটানোর জন্য পিএইচডি করা স্যার তাঁর আলুখেত নিয়ে ব্যস্ত থাকায় কপালগুণে গরুপেটা খেয়েছি ঠিকই, কিন্তু গাধাপেটা খাইনি। পরদিন দুই পক্ষই চাঁদা তুলে রং কিনে এবং নিজে রং করে দেয়াল আগের মতো ঝকঝকে সাদা করে দিলাম।
মো. রায়হান ইসতিয়াক
আটোয়ারী, পঞ্চগড়।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply