আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। আমার এক বন্ধুর নাম ছিল আবুল। আবুল ক্লাসে মাঝেমধ্যে এমন সব উত্তর দিত যে শিক্ষকেরাও না হেসে পারতেন না। একদিনের ঘটনা। স্যার বললেন, বল তো আবুল, আপেলগাছ থেকে আপেল পড়েছে দেখে নিউটন কী বুঝেছিলেন?
আপেলগাছে আপেলই হয়, আবুলের জবাব।
মো. কামরুজ্জামান
কুরপাড়, কাইলাটি রোড, নেত্রকোনা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply