আমি তখন বিমানবন্দর স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়তাম। আমাদের স্কুলের পাশেই যশোর এয়ারপোর্ট। একদিন ক্লাসে হঠাৎ শোরগোল পড়ে গেল, এয়ারপোর্টে এইমাত্র যে প্লেনটি এল, তাতে নাকি নায়িকা মৌসুমী এসেছেন। ক্লাসে তখনো স্যার আসেননি। তাই ক্লাসের প্রায় সবাই মৌসুমীকে দেখতে এয়ারপোর্টে ছুটল। আমি ছিলাম ক্লাসের অন্যতম ব্যক্তিত্বসম্পন্ন ভালো ছাত্রী। কী করব না-করব ভাবতে ভাবতে আমিও ছুটলাম ওদের সঙ্গে। আসলে কাছ থেকে কোনো তারকাকে দেখার লোভ সামলাতে পারছিলাম না। কিন্তু গিয়ে দেখলাম, খরবটা পুরোই ছিল ভুয়া। তাড়াতাড়ি স্কুলে ফিরে এলাম। ক্লাসে এসে দেখি হেডস্যার বেত হাতে আমাদের জন্য অপেক্ষা করছেন। যারা গিয়েছিল, স্যার তাদের মহাসমারোহে মারতে শুরু করলেন। বলা বাহুল্য, আমিও তাদের একজন। স্যার মারছিলেন আর বাঁকা হাসি হেসে বলছিলেন, ‘কেমন লাগে মৌসুমীকে দেখতে?’ আমাদের ক্লাসের রুবেলই শুধু স্যারের এই প্রশ্নের উত্তর দিতে পেরেছিল, ‘উফ! ব্যথা…ব্যথা লাগে স্যার!’
রেজওয়ানা আফরিন
সরকারি এমএম কলেজ, যশোর।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply