কদিন আগে ব্যাকরণ ক্লাসে কান ঝালাপালা করে ‘পুরুষ’ পড়াচ্ছিলেন বিশিষ্ট বৈয়াকরণ দিলরুবা আক্তার ম্যাডাম। আমরা সবাই বাধ্য হয়ে কানের ওপর অত্যাচার সহ্য করেই শুনছিলাম। তার মধ্যেও বীরদর্পে আলাপ-সালাপ করছিল জাহিদ। ম্যাডাম কথা বলতে দেখে জাহিদকে দাঁড় করিয়ে মধ্যম পুরুষের তুচ্ছার্থক সর্বনামের দুটো উদাহরণ জিজ্ঞেস করলেন। যথারীতি জাহিদ রেকর্ড পরিমাণ চুপ। ম্যাডাম এবার জিজ্ঞেস করলেন তমালকে। তমাল উত্তরও দিল, ‘তুই, তোর।’ ম্যাডাম অগ্নিশর্মা হয়ে জাহিদের দিকে আসতে আসতে বললেন, ‘বল, তুই কেন পারলি না?’ আমি মৃদুস্বরে বললাম, ‘ম্যাডাম ও তো বেয়াদব না, তাই আপনাকে তুই তোকারি করেনি।’
মো. তাহিমদুর রহমান
জনতা আদর্শ বিদ্যাপীঠ।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply