আমার প্রানের বান্ধবী প্রভার বারো মাসে তেরো পার্বণের মতো বারো মাসে তেরোবার সর্দি লাগে। এসএসসি পরীক্ষার সময় আমাদের স্কুলের (খুলনা কলেজিয়েট গার্লস স্কুল) পরীক্ষার কেন্দ্র হলো জিলা স্কুল। তখন শীতকাল। প্রভার যথারীতি সর্দি লাগল। তো দ্বিতীয় দিন পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যে প্রভা আধা বস্তা টিস্যু নষ্ট করে ফেলল। রুমের মধ্যে ফেলার জায়গা না পেয়ে ও টিস্যুগুলো টেবিলের ওপর সুন্দর করে সাজিয়ে রাখল। হঠাৎ আমাদের হলে এক স্যার ঢুকলেন। তিনি ঢুকে দেখেন, বোর্ডে কী জানি লেখা, পরীক্ষা উপলক্ষে রুমে চক-ডাস্টার কিছু না থাকায় তিনি ছোট কাগজ বা টিস্যুর খোঁজ করছিলেন। হঠাৎ প্রভার টিস্যুর দিকে তার চোখ পড়ল। তিনি ওকে খুব মিষ্টি করে বললেন, ‘মা, এগুলো কি তোমার লাগবে?’ বলেই উত্তরের অপেক্ষা না করে ওর সদ্য ব্যবহূত টিস্যুটি খপ করে ধরলেন। তাঁর হাতে কী হলো জানি না, তবে তাঁর আলোর গতিতে পরীক্ষার হল পরিত্যাগের দৃশ্য দেখে হাসির রোল পড়ে গেল আমাদের মধ্যে।
পারছা আইরিন
শেখপাড়া, বাগানবাড়ী, খুলনা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply