২০০৩ সাল। আমি তখন বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) দ্বিতীয় বর্ষের ছাত্রী। একদিন দুপুরে হোস্টেলের রুমে দুজন বড় আপু এসে বললেন, কুষ্টিয়া ম্যাটস থেকে তিনজন বড় ভাইয়া এসেছেন। বাগেরহাট ম্যাটসের সব ছাত্রছাত্রীকে নিয়ে জরুরি মিটিং করবেন। তাড়াতাড়ি সবাই ম্যাটসের ক্লাসরুমে চলে এসো। সবাই তাড়াহুড়া করে তৈরি হয়ে মিটিংয়ে গেলাম। ভাইয়ারা এসেছেন বিভিন্ন দাবি যেমন ইন্টার্ন—উচ্চশিক্ষার সুযোগ, সরকারি চাকরিতে নিয়োগ ইত্যাদি আদায়ের লক্ষ্যে আন্দোলনের জন্য সবাইকে আগ্রহী করার জন্য। একজন ভাইয়া বক্তব্যের মাধ্যমে আন্দোলনের গুরুত্ব সবাইকে বোঝালেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বললেন, আপনারা যাঁরা আন্দোলনে রাজি আছেন, তাঁরা হাত তুলুন। কেউ হাত তুলছে না দেখে ভাইয়া বললেন, আপনাদের ভেতরে কি কোনো বিবেক নেই? আমাদের একজন ক্লাসমেট ছিল, নাম বিবেক সমাদ্দার। ও দাঁড়িয়ে বলল, আমি আছি, আমার নাম বিবেক। আমরাও সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ ভাইয়া, এই যে উঠে দাঁড়িয়েছে আমাদের বিবেক।
মেরিনা ইয়াসমিন
কাউনিয়া প্রধান সড়ক, বরিশাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply