মা-বাবার একমাত্র মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই প্যান্ট আর শার্ট পরে ছেলে সাজার এক অদম্য ঝোঁক ছিল আমার মাথায়। তখন প্রাইমারি লেভেল থেকে সবেমাত্র হাইস্কুলে উঠেছি। অর্থাৎ ক্লাস সিক্সে। নতুন ড্রেস তৈরি না হওয়ায় সেই প্যান্ট আর শার্ট পরেই আম্মুর হাত ধরে স্কুলে গেছি। আম্মু আমাকে স্কুলে ঢুকিয়ে চলে গেলেন। তারপর বহু ক্লাস ঘুরে ঘুরে আমার চোখ আটকে গেল একটা ক্লাসের দিকে। দেখি, আমার মতোই বিচিত্র প্যান্ট আর শার্ট পরা অনেক শিক্ষার্থী ক্লাসে বসে আছে। আমিও সেই ক্লাসে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পর মিস এসে একে একে আমাদের সবার নাম জিজ্ঞাসা করতে লাগলেন। এবার আমার পালা। আমার নাম শুনেই মিস বললেন, ‘আরে তুমি তো দেখছি মেয়ে। তুমি কেন এই ক্লাসে?’ তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আমি সিক্সের ছেলেদের ক্লাসে ঢুকে পড়েছি।
লাবণ্য
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মাগুরা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply