স্কুল, ক্লাসরুমের বিশেষ কিছু ঘটনা মনে করতে গেলেই মনে পড়ে ক্লাস ওয়ানের কথা। তখন আমরা প্রায়ই ক্লাসে অ্যালফাবেট সং গাইতাম। একটা লাইন ছিল, যেখানে গাইতে হতো এইচ আই জে কে এল এম এন ও পি। তো আমরা কয়েকজন ছাড়া কিছু ছেলেমেয়ে গাইত এইচ আই জে কে এলোমেলো পি। ক্লাস সিক্সে ভর্তি হওয়ার পর একদিন আমাদের ইংরেজি স্যার ‘জেন্ডার’ পড়াচ্ছিলেন। একটা মেয়ে ছিল নতুন, নাম রিমি। স্যার ওকে পড়াচ্ছিলেন ‘Bullock’ মানে ‘দামড়া বাছুর’, পাঁচ-ছয়বার স্যার জিজ্ঞেস করার পর হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার নাম? রিমির আর খেয়াল নেই। পড়ার তালে তালে বলল, ‘দামড়া বাছুর’।
ফাতেহা আফরীন
যাত্রাবাড়ী।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply