বছর চারেক আগের ঘটনা। তখন আমি নবম শ্রেণীতে পড়ি। একদিন ক্লাসে বাংলা পড়াচ্ছিলেন স্যার। আমার কয়েকজন সহপাঠী সেদিকে মোটেও মনোযোগী ছিল না। তারা বিভিন্নভাবে দুষ্টুমি করছিল। স্যার খুবই বিরক্ত হয়ে তাদের মধ্যে রিয়ানকে দাঁড়াতে বললেন। তারপর স্যার তাকে বললেন, ‘এ হচ্ছে ক্লাসের সবচেয়ে বদ।’ হঠাৎ করে রিয়ান বলল, ‘স্যার, আমি তো বদ না।’ রিয়ানের কথা শোনামাত্র আমরা সবাই হেসে ফেললাম। স্যারও না হেসে থাকতে পারলেন না। শুধু রিয়ান হতবাক হয়ে আমাদের দিকে তাকাতে লাগল। কারণ, সে তখনো বোঝেনি, সে কী বলতে গিয়ে কী বলেছে।
মো. আরাফাত হোসেন
চরেরহাট, খালিশপুর, খুলনা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply