আমার বয়স তখন নয় বছর। স্কুলে ভালো ছাত্রী হওয়ার সুবাদে আমাকে প্রায়ই অ্যাসেম্বলিতে নেতৃত্ব দিতে হতো। কিন্তু ওই দিনে আমার দলে যার শপথ পড়ানোর কথা ছিল, স্কুলে না আসায় আমাকেই সেই গুরুদায়িত্বটি গ্রহণ করতে হলো। তো, সে সময়ে আমি হাত তুলে শপথ পাঠের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলাম। কিছুক্ষণ পরই খেয়াল করলাম, সব ছাত্রছাত্রী আমাকে দেখে হাসাহাসি করছে। আমি তখনো কিছু বুঝিনি কিন্তু শপথবাক্য পাঠ করে যখন নামব, তখনই দেখি সব স্যার-ম্যাডাম আমার দিকেই এগোচ্ছেন। প্রথমে ভেবেছিলাম, আমার প্রথম শপথবাক্য পাঠ করাটা মনে হয় তাদের খুব ভালো লেগেছে। কিন্তু তাঁরা যখন আমাকে মহারামডোজ দিয়ে আমার ধারণাটা মিথ্যা প্রমাণিত করলেন, তখন বুঝলাম, সমস্যাটা কোথায়? বলুন তো, হাত তুলে শপথ পাঠে কোথায় আমার সমস্যাটা ছিল? এখনো ধরতে পারেননি! তাহলে বলেই ফেলি, যেখানে ডান হাত তুলে শপথ করার নিয়ম, সেখানে আমি সেদিন বাঁ হাত তুলে শপথ করেছিলাম।
মালিহা তাসনীম
সজ্জনকান্দা, রাজবাড়ী।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply