জ্ঞানী বলে কথা। শুধু কি জ্ঞানী? মহাজ্ঞানী। কেন বলছি? তবে শুনুন। আমার পরিচিত এক ভাই ও ভাবি যমজ সন্তানের যথাক্রমে জনক ও জননী। যথাসময়ে তাদের স্কুলে পাঠানো হলো। শুরু প্লে গ্রুপ দিয়ে। মহা আনন্দে তারা স্কুলে যাওয়া-আসা শুরু করেছে, কিন্তু ক্লাসে টিচার খেলার ছলে কোনো কিছু শেখাতে গেলেই বাধছে বিপত্তি। তারা উল্টো টিচারদের বলছে, ‘তোমরা জানো না, ছোট বাচ্চাদের খেলার সময় ডিস্টার্ব করতে হয় না, তাতে ওদের মন খারাপ হয়, আর মন খারাপ হলে শরীরও খারাপ হয়।’ কী আর করা। টিচাররা অন্য ফাঁদ পাতে কিছু শেখানোর জন্য। কিন্তু আবারও শুরু হয় জ্ঞানদান। ‘জানো না, বাচ্চাদের ব্রেইনে বেশি চাপ দিতে হয় না। তাতে ওরা পড়তে ভয় পায়। আর প্লে গ্রুপ মানে তো শুধু খেলা, খেলা আর খেলা।’ টিচাররা কোনোভাবেই এই খুদে জ্ঞানীদের বাগে আনতে পারেন না। অতঃপর মা-বাবার শরণাপন্ন হলেন। তাঁরা তো শুনে হতবাক!
নাসিমা
অফিসার্স কোয়ার্টার, সাভার সেনানিবাস, সাভার।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply