শিক্ষক: বানান কর ‘বাঁশ’।
ছাত্র: স্যার, কঞ্চিসহ?
শিক্ষক: মন্টু, তুমি এক থেকে কত পর্যন্ত গুনতে পারো?
মন্টু: স্যার, দশ পর্যন্ত পারি।
শিক্ষক: মাত্র দশ পর্যন্ত! তুমি তাহলে বড় হয়ে কী হবে? কিছুই তো হতে পারবে না।
মন্টু: কেন, স্যার, বক্সিংয়ের রেফারি তো হওয়া যাবে।
একদিন ক্লাসে…
শিক্ষক: যারা একেবারে নির্বোধ, অকর্মণ্য তারা ছাড়া সবাই বসে পড়ো।
সবাই বসে পড়ল। শুধু শুভ দাঁড়িয়ে আছে।
শিক্ষক: কি শুভ, তুমি একাই তাহলে নির্বোধ ও অকর্মণ্য?
শুভ: না, স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন, এটা ভালো দেখাচ্ছে না, তাই…।
মো. সাইদুর রহমান
মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, টাঙ্গাইল।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply