ব্যাটসম্যান, বোলার এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কতজন যে ক্রিকেট নিয়ে কত মজার মজার কথা বলেছেন তার ইয়ত্তা নেই। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সেসব নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন। গ্রন্থনা করেছেন আলিয়া রিফাত
ইংলিশ ব্যাটসম্যান অ্যালান ল্যাম্বকে বল করার আগে দক্ষিণ আফ্রিকান বোলার অ্যালান ডোনাল্ড হুঁশিয়ার করে দিলেন, ‘ল্যাম্বি, ড্রাইভ করতে চাইলে একটা গাড়ি ভাড়া করো গে, যাও।’ পরের বলেই চমৎকার একটা কাভার ড্রাইভ করেই জবাব দিলেন ল্যাম্ব, ‘যাও, এবার সেটা পার্ক করে এসো।’
ইংল্যান্ডের এখানে কিছুই হারানোর নেই। শুধু এই টেস্ট ম্যাচটা বাদে।
ডেভিড লয়েড, সাবেক ইংলিশ ক্রিকেটার
আমি সারা পৃথিবীতেই ব্যাট করেছি। অন্য দেশেও।
কিথ মিলার, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
আমি বলতে পারছি না আমি খারাপ ব্যাটিং করেছি। কারণ, খারাপ করার মতো যথেষ্ট সময় ধরে আমি মাঠে টিকতেই পারিনি।
গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
ফিল টাফনেল বল করলে ইংল্যান্ডের সুবিধাই হয়। কারণ, বোলিংয়ের সময় সে ফিল্ডিং করে না।
ইয়ান চ্যাপেল, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
আজকাল ব্যাটসম্যানরা মাঠে নামার সময় এত বেশি প্রটেকশন নিয়ে নামে যে আমি পশ্চাদ্দেশ দেখে সবাইকে চিনি।
ব্রায়ান জনস্টন, ধারাভাষ্যকার
নব্য ক্রিকেটার যারা শুনছো তাদের জিজ্ঞেস করছি, তোমাদেরও কি কোনো কুসংস্কার আছে? এই যেমন এক পায়ে আগে প্যাড পরা, তারপর অন্য পায়ে?
টনি লুইস, সাবেক ইংলিশ ক্রিকেটার
এখানে আঘাত করে কিছুই হবে না। কারণ, এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছুই নেই।
মাথায় বলের আঘাত লাগার পর ডেনিস লিলির উদ্দেশে সাবেক ইংলিশ ক্রিকেটার ডেরেক র্যান্ডাল
আমি সবচেয়ে বাজে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। অবশ্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
মন্টি পানেসার, ব্রিটিশ-ভারতীয় ক্রিকেটার
বলের ওপর তার অদ্ভুত নিয়ন্ত্রণ। বল মারার আগমুহূর্ত পর্যন্ত।
পিটার ওয়াকার, সাবেক ইংলিশ ক্রিকেটার
শচিনকে কখনো খারাপ বল করতে নেই। কারণ খারাপ বলগুলোর ভেতর থেকে তুলনামূলক ভালো বলটাকে সে চার মারবে।
মাইকেল কাচপ্রোভিচ, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার
একটা টেস্ট ম্যাচে শেন ওয়ার্ন অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলেন অর্জুনা রানাতুঙ্গাকে প্রলুব্ধ করতে যাতে তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন ও শট খেলার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না, রানাতুঙ্গা অবিচল ক্রিজে দাঁড়িয়ে ডিফেন্স করেই যাচ্ছেন। পেছন থেকে তাই ইয়ান হিলি বললেন, ‘ওহে ওয়ার্নি, বলটা যেখানে ফেলছো, সেখানে বরং একটা মারস চকলেট রেখে দাও, তাইলেই হয়তো ভোটকা খাদকটা ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে পারে!’
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২১, ২০১১
Leave a Reply