প্রত্যেক পুরুষের কর্তব্য—তার জীবনের একমাত্র মেয়েকে খুঁজে বের করা এবং সময় থাকতেই তার কাছ থেকে সটকে পড়া।
অঙ্কের শিক্ষক বলছেন ক্লাসে: এখন আমি তোমাদের পিথাগোরাসের তত্ত্ব প্রমাণ করে দেখাব।
এক ছাত্র উঠে দাঁড়িয়ে বলল: প্রমাণ করার দরকার নেই, স্যার। আমরা আপনার কথা বিশ্বাস করি।
টাকার পরিমাণের সঙ্গে সুখের সম্পর্ক নেই বটে, তবে ট্রামে দাঁড়িয়ে কাঁদার চেয়ে লিমুজিনে বসে কাঁদা শ্রেয়।
ওপরতলার প্রতিবেশীরা সবচেয়ে অসহ্য হয় কেন?
আপনার নিচতলার প্রতিবেশীদের জিজ্ঞেস করে জেনে নিন।
সন্ধ্যাকালের খবরের শুরুতেই বলা হয়, ‘শুভ সন্ধ্যা’। তবে পরে খবর দেখে স্পষ্টই বোঝা যায়, ‘শুভ সন্ধ্যা’-এটা স্রেফ কথার কথা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২১, ২০১১
Leave a Reply