মেয়েদের জন্য তৈরি করা অপারেটিং সিস্টেম প্রশ্নের উত্তরের অপশন হিসেবে মনিটরের পর্দায় দেখায়: ‘হ্যাঁ-ও নয়, না-ও নয়’, ‘হ্যাঁ, আবার না-ও’, ‘না! না! না!’ এবং ‘কক্ষনো না’।
সামরিক বাহিনীতে সার্জেন্ট জিজ্ঞেস করছেন নবাগতদের, ‘তোমাদের মধ্যে যারা প্রোগ্রামিং জানো, তারা দুই কদম সামনে এসে দাঁড়াও।’
তিনজন এগিয়ে এসে দাঁড়াল। তখন সার্জেন্ট বললেন, ‘তোমরা কম্পিউটার টানাটানি করবে।’
তার স্মৃতিশক্তি বড়ই দুর্বল—১২ কিলোবাইট।
প্রোগ্রামার বসে আছে পিসির সামনে। স্ত্রী পেছন থেকে এসে বলল, ‘জানো, গোসল করতে যাওয়ার আগে আংটিটা খুলে রেখেছিলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না।’
মনিটর থেকে চোখ না সরিয়ে প্রোগ্রামার বলল, ‘এখন একমাত্র গুগলই ভরসা।’
অনলাইনে পরিচিত হয়ে পরস্পরকে নিজেদের ছবি পাঠানোর পর দেখা করার সিদ্ধান্ত নিল এক ছেলে আর এক মেয়ে। দেখা হওয়ার পর মেয়েটিকে বলল ছেলেটি, ‘ছবিতে কিন্তু তোমাকে অনেক ছোটখাটো মনে হয়েছিল।’
মেয়েটি বলল, ‘তা তো হতেই পারে। কারণ তোমাকে ছবি পাঠিয়েছিলাম জিপ ফাইলে কমপ্রেস করে।’
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৪, ২০১১
Leave a Reply