আমি এখন ক্লাস সেভেনে পড়ি। দুই বছর আগে অর্থাৎ যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমাদের বাংলা বইয়ে একটা কবিতা ছিল ‘শিক্ষকের মর্যাদা’। আমাদের নিচের ক্লাসে শ্রাবণী নামের একটি মেয়ে পড়ত। দুঃখের সঙ্গে জানাচ্ছি, তার বাবা একটু গুন্ডা টাইপের ছিলেন। পান থেকে চুন খসলেই সে তার বাবাকে ডেকে এনে টিচারদের জীবন অতিষ্ঠ করে তুলত। আমাদের ক্লাস টিচার ওই দিন ‘শিক্ষকের মর্যাদা’ কবিতাটি পড়াচ্ছিলেন। তিনি যখন বললেন, ‘ঢালিতেছে বারি গুরুর চরণে’ তখন সঙ্গে সঙ্গে পুরো ক্লাসের ছাত্রছাত্রী হো হো করে হেসে উঠল। কারণ জিজ্ঞেস করলে একজন বলল, ‘ম্যাডাম, প্লিজ, একটু বাইরে গিয়ে দেখে আসুন।’ তিনি বাইরে যেতেই রহস্য উদ্ঘাটিত হলো। সেই শ্রাবণী পায়ে ব্যথা পেয়েছে এবং সে তার বাবাকে ডেকে আনবে এই ভয়ে এক টিচার তার পায়ে পানি ঢালছেন। এই দৃশ্য দেখে ম্যাডাম নিজেও হাসতে শুরু করলেন। ফিরে এসে বললেন, এ যে পুরো উল্টো হয়ে গেল! এখন বলতে হবে, গুরু ঢালিতেছে বারি ছাত্রীর চরণে।
রোদেলা তাসনিম
দিলালপুর, পাবনা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply