ব্যাটসম্যান, ক্রিকেটার এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কতজন যে ক্রিকেট নিয়ে কত মজার মজার কথা বলেছেন তার ইয়ত্তা নেই। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সেসব নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন।
বলটা এত উঁচুতে উঠেছিল যে সেটা একজন এয়ার হোস্টেসকে সঙ্গে করে নিচে নামতে পারত।
নবজোত সিং সিধু
ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার
ব্যাটসম্যান বল পেটানোর জন্য জায়গা বানালেন এবং বলটিকে উইকেটকিপারের কাছে যেতে দিলেন।
কপিল দেব
ভারতীয় সাবেক ক্রিকেটার
তাদের পারফরম্যান্স সম্পর্কে কোমল ভাষায় যা বলা যায়, তা হলো ‘বাজে’। আপনি চাইলে আরও কঠিন ভাষা ব্যবহার করতে পারেন।
রিচি বেনো
অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার
ইংলিশ ক্রিকেটের আসল লক্ষ্য হলো অস্ট্রেলিয়াকে হারানো।
জিম লেকার
ইংলিশ সাবেক ক্রিকেটার
অসিরা বিশালাকার এবং তাদের ভেতরটা শূন্য। ঠিক তাদের দেশটার মতো।
ইয়ান বোথাম
ইংলিশ সাবেক ক্রিকেটার
ইংল্যান্ডের মূল সমস্যা তিনটি—তারা ব্যাটিং করতে জানে না, বোলিং করতে জানে না, ফিল্ডিংও না।
মার্টিন জনসন
ইংলিশ খেলোয়াড়
অনেক ইউরোপীয় (মূল ভূখণ্ডের) ভাবে যে জীবন একটি খেলা। আর ইংরেজরা ভাবে, ক্রিকেট একটি খেলা।
জর্জ মাইকস
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও হাস্যরসিক
তুমি তোমার স্ত্রীকে কীভাবে বলবে যে তুমি জাস্ট একটি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছ, আর পাঁচ দিনের মধ্যে ফেরোনি?
রাফায়েল বেনিতেজ
ফুটবল কোচ, টেস্ট ক্রিকেট সম্বন্ধে বলতে গিয়ে
আমার সব সময়ই মনে হয়, ক্রিকেট পিচ হলো বউয়ের মতো। কেমন হবে, তা আগেভাগে বোঝার উপায় নেই।
নবজোত সিং সিধু
ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার
বল দেখতে পাও না? ওইটা দেখতে লাল রঙের, গোল আর পাঁচ আউন্স ওজন, বুঝেছ?
ইংলিশ ক্রিকেটার গ্রেগ টমাস সমারসেটের পরপর কয়েকটা বল ব্যাট ফাঁকি দিয়ে চলে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস খেলতে পারেননি। তখন তিনি এ কথা বলেন।
থমাসের এ কথায় ভিভের মাথায় রক্ত চড়ল, পরের বলেই ছক্কা। সেটা এমনই ছক্কা যে একেবারে স্টেডিয়াম পার হয়ে পাশের নদীতে গিয়ে পড়েছিল। বল খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। তখন ভিভ রিচার্ডস থমাসকে বললেন, ‘গ্রেগ, তুমি তো জানো, বল দেখতে কেমন। যাও, খুঁজে নিয়ে এসো।’
আমার মনে হয় সেলিম মালিকের ইঞ্চিতে ইঞ্চিতে ক্রিকেট মিশে আছে।
না খোদা ভাই, আমার মনে হয়, সেলিম মালিকের রোমে রোমে ক্রিকেট মিশে আছে।
ধারাভাষ্যকার খোদাবক্স মৃধা ও চৌধুরী জাফর উল্লাহ শরাফতের মধ্যে কথোপকথন
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৭, ২০১১
Leave a Reply