বোলারের একের পর এক আবেদন নাকচ করে দেওয়ার পর বোলার বলছে আম্পায়ারকে, ‘তুমি আমার জায়গায় থাকলে বুঝতে, কেমন লাগে।’
আম্পায়ার: আমি তোমার জায়গায় থাকলে তো বোলিংই করতে পারতাম না!
বোলার: কেন?
আম্পায়ার: আমার হাতে ব্যথা। দুই দিন ধরে হাত ওপরে তুলতে পারছি না!
পূর্ববর্তী:
« হাতে কয়টা আঙ্গুল
« হাতে কয়টা আঙ্গুল
পরবর্তী:
হাতের মাপ »
হাতের মাপ »
Leave a Reply