ইঁদুরের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে হাতি বলল:
—তোর মতো তুচ্ছ প্রাণী ইহজগতে আর নেই!
ইঁদুর মুখ তুলে বলল:
—কথাটা আবার বলবেন, প্লিজ? মুখস্থ করে নিতে চাই। তারপর পিঁপড়েকে দেখলে তাকে এই কথাটাই বলব।
টেলিগ্রাম পাঠাচ্ছে কুকুর। সে লিখল:
—ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ।
তাকে বলা হলো:
—চাইলে আপনি আরও একটি শব্দ যোগ করতে পারেন। খরচ একই পড়বে।
একটু ভেবে নিয়ে কুকুর বলল:
—না, আরেকটা ‘ঘেউ’ যোগ করলে অর্থ বোঝা যাবে না।
দুই উকুন বেরিয়ে এল রেস্টুরেন্ট থেকে। টলছে দুজনই। একজন বলল:
– হেঁটে যাব, নাকি কুকুর ধরব?
পাড়া দিয়ে ভালুক পিঁপড়েদের বাড়ি পুরো ধ্বংস করল বলে ভয়ংকর প্রতিশোধ নিল ক্ষিপ্ত এক পিঁপড়ে। ভালুকের বাড়ির উঠোনের ঠিক মাঝখানে গিয়ে মল ত্যাগ করে এল।
Leave a Reply