পেন্টিয়াম-১, পেন্টিয়াম-২, পেন্টিয়াম-৩ ও পেন্টিয়াম-৪-এর পরবর্তী পেন্টিয়ামের নাম হবে ‘রিটার্ন অব দ্য পেন্টিয়াম’।
নির্জন অন্ধকার পথ দিয়ে হেঁটে যাচ্ছিল প্রোগ্রামার। একজন পথরোধ করে দাঁড়িয়ে টাকা দাবি করল। প্রোগ্রামার ভাবল:
নিশ্চয়ই প্রোভাইডার!
মাঝেমধ্যেই হঠাৎ করে মনিটরে ভেসে ওঠা নীল পর্দা দেখে দেখে অতিষ্ঠ? মাইক্রোসফটের সাইট থেকে একটি ‘প্যাচ’ ডাউনলোড করে নিন। এরপর কন্ট্রোল প্যানেলে গিয়ে বেছে নিন, কী রঙের পর্দা দেখতে চান।
স্বর্গ আর নরকের মধ্যে পার্থক্য কী?
নরকে ইন্টারনেট নেই।
প্রোগ্রামারের লেখা স্মৃতিকথা থেকে: ‘মেয়েটির সঙ্গে নেট-বন্ধুত্ব ছিল প্রায় দুই বছরের। এখন তার কথা ঠিক মনে পড়ে না। তবে তার আইপি অ্যাড্রেসটি ভুলিনি এখনো।’
পূর্ববর্তী:
« কম্প্-হিউমার – নভেম্বর ২২, ২০১০
« কম্প্-হিউমার – নভেম্বর ২২, ২০১০
পরবর্তী:
কম্প্-হিউমার – মে ২৩, ২০১১ »
কম্প্-হিউমার – মে ২৩, ২০১১ »
Leave a Reply