ব্যাটসম্যান, ক্রিকেটার এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কতজন যে ক্রিকেট নিয়ে কত মজার মজার কথা বলেছেন তার ইয়ত্তা নেই। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সেসব নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন।
গ্রন্থনা করেছেন আলিয়া রিফাত
সে হচ্ছে বলের প্রাকৃতিক মিসটাইমার।
মাইক আর্থারটন সম্পর্কে সাবেক ইংরেজ ক্রিকেটার অ্যাংগাস ফ্রেজার
তিনি খুব অল্প বয়সেই নিজের প্রেমে পড়েছিলেন এবং এখন পর্যন্ত তার প্রতি বিশ্বস্ত আছেন।
জিওফ বয়কট সম্পর্কে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেনিস লিলি
আমার পিঠ আমার নিজের সমস্যা। এটি পুরো জাতির দুশ্চিন্তার কারণ হতে পারে না।
মাইক আর্থারটন, ইংরেজ ক্রিকেটার
সে হচ্ছে একমাত্র ব্যক্তি যে রান নেওয়ার জন্য পার্টনারকে দৌড়াতে বলে এবং সেই সঙ্গে তাকে শুভ কামনাও জানায়।
সাবেক ইংরেজ ক্রিকেটার জন ওয়ার, ডেনিস কম্পটন সম্পর্কে
জেল হেয়ার-ব্যান্ডের চেয়ে পুরুষালি দেখায়।
পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম, চুলে জেল ব্যবহার করেন কেন—এই প্রশ্নের জবাবে
প্রশ্ন: ডেরিল, আপনার প্রিয় অভিনেতা কে?
উত্তর: ডাস্টিন হফম্যান এবং কিছু অস্ট্রেলীয় বোলার যখন তারা আউটের জন্য আবেদন জানায়।
ডেরিল কালিনান, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
প্রশ্ন: আপনার কি মনে হয় না, ফলাফলের জন্য আপনি এবং নির্বাচকেরা দায়ী?
উত্তর: সাংবাদিকেরা দায়ী বলে আমার মনে হয় না। আপনারা যা খুশি লিখতে পারেন।
মাইক গ্যাটিং, সাবেক ইংরেজ ক্রিকেটার
শচীনের বিপক্ষে বল করতে হলে আমি হেলমেট পরে নেব। ও এত্ত জোরে বল পেটায়!
ডেনিস লিলি, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার
তার বল যেদিকে যাওয়ার কথা তার ধারেকাছে দিয়েও যায়নি। স্লো মোশন রিপ্লেতে বোঝা যাচ্ছে না বলটা কত দ্রুতগতির ছিল।
রিচি বেনড, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার
লেয়ার্ডকে বৃত্তের কর্নারে দাঁড় করানো হয়েছে।
রিচি বেনড, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার
একটি ক্রিকেট ব্যাট দেখতে স্টিম রোলারের নিচে চাপা পড়া একটি বেসবল ব্যাটের মতো।
অজ্ঞাত
ক্রিকেট হলো একমাত্র খেলা, যেটি খেলতে খেলতে আপনার ওজন বাড়ানো সম্ভব।
টমি ডর্চারটি, সাবেক স্কটিশ ফুটবলার
মদ্যপান একটি মারাত্মক সমস্যা, বিশেষত ক্রিকেট ট্যুরের সময়। তবে একটি কথা নিঃসন্দেহে বলা যায়, হ্যাংওভারের জন্য মনুষ্যসৃষ্ট আর কোনো কিছুই গ্রীষ্মের দিনে এক দিনের ক্রিকেট ম্যাচের চেয়ে খারাপ নয়।
মাইকেল পার্কিনসন, ইংরেজ সাংবাদিক
ক্রিকেট খেলা হলো সবচেয়ে অনিশ্চিত পেশা। এটিকে বলা হয় দলগত খেলা, কিন্তু ১০ জন ফিল্ডারসহ একজন বোলারের সামনে একজন ব্যাটসম্যানের চেয়ে নিঃসঙ্গ আর কেউ নেই। তার ওপর দুই পাশ থেকে তার ওপর নজর রাখে দু-দুজন আম্পায়ার, যারা তাকে তার ভুলের শাস্তি দিয়ে তবেই ছাড়ে।
জন আর্লট, ক্রিকেট ধারাভাষ্যকার
বেসবল ক্রিকেটের চেয়ে একদিক দিয়ে ভালো। এটি তাড়াতাড়ি শেষ হয়।
জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ২৮, ২০১১
Leave a Reply