দরজার সামনে একটা ছেলেকে বল খেলতে দেখে সেলসম্যান জিজ্ঞেস করলেন, ‘এই ছেলে, তোমার মা কি বাড়িতে আছেন?’
ছেলেটা জবাব দেয়, ‘হ্যাঁ, আছে।’
সেলসম্যান ছেলেটাকে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে যান, তারপর কলবেল চাপেন। একবার, দুইবার, তিনবার। কিন্তু কেউ সাড়া দেয় না। শেষতক বিরক্ত হয়ে তিনি ছেলেটাকে বললেন, ‘কী ব্যাপার! তুমি না বললে, তোমার মা ঘরে আছেন?’
ছেলেটা ত্বরিত জবাব দেয়, ‘আমার মা তো বাড়িতেই আছে। কিন্তু এটা যে আমাদের বাড়ি, সেটা কখন বললাম?’
পূর্ববর্তী:
« অশুভ
« অশুভ
পরবর্তী:
অশ্লীল গান »
অশ্লীল গান »
Leave a Reply