বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগে ভর্তি হতে এলো এক ছেলে। মৌখিক পরীক্ষার সময় তাঁকে প্রশ্ন করা হলো:
‘তুমি এখানে ভর্তি হতে চাও কেন?’
‘কারণ, আমি লেখক হতে চাই।’
‘ভালো কথা। তুমি পুশকিন পড়েছ?’
‘না।’
‘তলস্তয়?’
‘না।’
‘চেকভ?’
‘না।’
‘তুমি তো দেখছি কারও লেখাই পড়োনি!’
‘আমি তো পাঠক হতে চাই না, আমি চাই লেখক হতে।’
পূর্ববর্তী:
« আমি কোথায় যাচ্ছিলাম!
« আমি কোথায় যাচ্ছিলাম!
পরবর্তী:
আমি ঝগড়া করতে পারি না – মীম »
আমি ঝগড়া করতে পারি না – মীম »
Leave a Reply