এক পিঁপড়ে হাসিমুখে লাফাতে লাফাতে আসছে দেখে অন্য এক পিঁপড়ে তাকে জিজ্ঞেস করল:
‘এত খুশি যে! ব্যাপার কী?’
‘আর বোলো না! সব জন্তু মিলে এক হাতিকে বেদম পেটাচ্ছে। মওকা পেয়ে আমিও দুই ঘা লাগিয়ে দিয়েছি।’
পরদিন সেই একই পিঁপড়েকে গম্ভীর মুখে আসতে দেখে অন্য পিঁপড়াটি জানতে চাইল:
‘কী ব্যাপার ভায়া, মুখটা গম্ভীর যে!’
‘এক হাতিকে পেটানোর কথা বলেছিলাম কাল, মনে আছে? তো হাতিটা মরে গেছে। হত্যার দায় চাপানো হয়েছে আমার ওপরে।’
পূর্ববর্তী:
« হতভাগা ডাক্তার
« হতভাগা ডাক্তার
পরবর্তী:
হনুমানের কীর্তি »
হনুমানের কীর্তি »
Leave a Reply