সর্দারজির বউয়ের বাচ্চা হবে। তাই সর্দারজি তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেছে।
চিকিৎসক অপারেশন শেষ করে বাইরে সর্দারজিকে এসে বললেন, ‘সর্দারজি মিষ্টি খাওয়ান, সুখবর আছে। আপনার ঘরে একটা ফুটফুটে ছেলে এসেছে।’
‘বাহ! স্ত্রী হাসপাতালে আর বাচ্চা এসেছে আমার ঘরে! আপনাদের হাসপাতালে প্রযুক্তির তো দারুণ উন্নতি হয়েছে, স্যার। উফ্ফ। আমার আর তর সইছে না। কখন যে বাড়ি গিয়ে বাচ্চাটাকে একনজর দেখব।’—সর্দারজির জবাব।
পূর্ববর্তী:
« স্ত্রী হারিয়ে গেছে
« স্ত্রী হারিয়ে গেছে
পরবর্তী:
স্ত্রীও দেখে ফেলেছে »
স্ত্রীও দেখে ফেলেছে »
Leave a Reply