সর্দারজির এক চীনা বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সর্দারজি হাসপাতালে তার সেই বন্ধুটিতে দেখতে গেল। সর্দারজি চীনা বন্ধুটির বিছানার পাশে দাঁড়ানো মাত্র বন্ধুটি চীনা ভাষায় হাউমাউ করে উঠল, ‘চিং চং মোউ চু চা।’
বারবার এ কথা বলতে বলতেই সর্দারজির বন্ধুটি মারা গেলেন। সর্দারজি তো মহা চিন্তায় পড়ে গেল। মৃত্যুর আগে বন্ধু তাকে বারবার এমন কী কথা বলে গেল। কিন্তু হাল ছাড়ল না সর্দারজি। সুদূর চীন দেশে গিয়ে বন্ধুর কথার অর্থ আবিষ্কার করলেন। চীনা বন্ধু মৃত্যুর আগে বলছিলেন, ‘আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দোহাই, অক্সিজেনের পাইপ থেকে পা-টা ওঠাও।’
পূর্ববর্তী:
« চাষীর স্ত্রীর বয়স
« চাষীর স্ত্রীর বয়স
পরবর্তী:
চিংড়ি-ফড়িংয়ের জন্মদিনে – সাজেদুল করিম »
চিংড়ি-ফড়িংয়ের জন্মদিনে – সাজেদুল করিম »
Leave a Reply