প্রথম বন্ধু: আমার দাদা দৌড়ে চ্যাম্পিয়ন ছিলেন। তির ছুড়ে দিলে সেটার আগে লক্ষ্যে পৌঁছে যেতেন।
দ্বিতীয় বন্ধু: আমার দাদা আরও বড় দৌড়বিদ। গুলির পাশাপাশি ছুটতে পারতেন তিনি।
তৃতীয় বন্ধু: আর আমার দাদা সরকারি চাকরি করতেন। অফিস ছুটি হতো পাঁচটায়, তিনি তিনটার সময়ই বাসায় চলে আসতেন রোজ।
পূর্ববর্তী:
« সরকারি গণমাধ্যম
« সরকারি গণমাধ্যম
পরবর্তী:
সরকারি দলে বুদ্ধিমান প্রাণী »
সরকারি দলে বুদ্ধিমান প্রাণী »
Leave a Reply