ঘোড়া বলল: আমরা মানবজাতির সবচেয়ে বড় বন্ধু। আমরা তাদের কঠিন কাজগুলো করে দিয়ে তাদের জীবন সহজ করে দিই। যুদ্ধের সময় আমরা অপরিহার্য। সোজা কথা, মানবজাতির কর্মে-বিশ্রামে-যুদ্ধে আমাদের বিকল্প নেই।
শুনে গাধা বলল: বললেই হলো! দেখো, একসময় মানুষ গাড়ি আবিষ্কার করবে, তৈরি করবে আধুনিক অস্ত্র। তখন তোমার প্রয়োজন আর থাকবে না। আর আমরা, গাধারা, মানবজাতির ভেতরে চিরকালই থাকব।
পূর্ববর্তী:
« গাধার স্বশ্রেণী
« গাধার স্বশ্রেণী
পরবর্তী:
গান »
গান »
Leave a Reply