রঞ্জু ও হাবলুর মধ্যে কথা হচ্ছে—
রঞ্জু: জানিস, আজ স্কুলে আসতে আমি পাঁচ টাকা বাঁচিয়েছি।
হাবলু: কীভাবে?
রঞ্জু: আজ বাসের একদম পেছনে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে এসেছি। বাসের সুপারভাইজার টেরই পায়নি। আর যদি বাসের ভেতরে উঠে বসতাম, তাহলে পাক্কা পাঁচ টাকা দিয়ে দিতে হতো।
হাবলু: ইশশ, তুই যা গাধা না!
রঞ্জু: পাঁচ টাকা বাঁচালাম, এতে গাধা বলার কী আছে?
হাবলু: আরে ব্যাটা, বাসের পেছনে না দাঁড়িয়ে যদি সিএনজির পেছনে দাঁড়িয়ে আসতি, তাহলে কত টাকা বাঁচত বল একবার। একদম ১০০ টাকা বেঁচে যেত তোর। তুই গাধা না তো কী!
পূর্ববর্তী:
« গাধা জন্ম
« গাধা জন্ম
পরবর্তী:
গাধা পিটিয়ে ঘোড়া »
গাধা পিটিয়ে ঘোড়া »
Leave a Reply