বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: আমাকে একটা হারমোনিয়াম কিনে দাও না, বাবা।
বাবা: দিতে পারি, তবে এক শর্তে।
ছেলে: কী শর্ত।
বাবা: তোমাকে ওয়াদা করতে হবে যে তুমি হারমোনিয়াম নিয়ে আমাকে কোনো রকম বিরক্ত করতে পারবে না।
ছেলে: একদম বিরক্ত করব না, বাবা। সারা দিন আমি বাজাবই না। তুমি ঘুমিয়ে গেলেই আমি হারমোনিয়াম বাজাব।
পূর্ববর্তী:
« বিয়েবাড়িতে জামাই
« বিয়েবাড়িতে জামাই
পরবর্তী:
বিরক্ত »
বিরক্ত »
Leave a Reply