দূরের বস্তু দেখতে সমস্যা হওয়ায় রঞ্জু বাবার কাছে চশমা বানানোর বায়না ধরেছে। বাবা বললেন, ‘চোখে তোর সমস্যাটা কী, সেটা আগে খুলে বল?’
রঞ্জু বলল, ‘আমি দূরের বস্তু একদমই স্পষ্ট দেখতে পারি না, বাবা।’
এ কথা শুনে বাবা রঞ্জুর হাতটা ধরে একদম ঘরের বাইরে বের করে নিয়ে এলেন। এরপর আকাশের দিকে তাকিয়ে বাবা রঞ্জুকে বললেন, ‘দেখ তো, আকাশের একদম শেষ সীমানায় কী দেখা যায়?’
রঞ্জু জবাব দিল, ‘ওটা তো সূর্য, বাবা।’ বাবা রেগে বললেন, ‘ওই ফাজিল, আর কত দূরের জিনিস তুই দেখতে চাস, বল?’
পূর্ববর্তী:
« আর কত দিন বাঁচব
« আর কত দিন বাঁচব
পরবর্তী:
আর কারো কোনো খবর নেই »
আর কারো কোনো খবর নেই »
Leave a Reply