স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্ত্রী: জানো, তোমার ছেলে হাঁটতে শিখেছে!
স্বামী: বলো কী! কবে থেকে হাঁটছে?
স্ত্রী: এইতো আট দিন হলো।
স্বামী: এই খুশির খবরটা তুমি আট দিন পর আমাকে জানালে!
স্ত্রী: আগে বলবো কী করে? ও যেদিন হাঁটতে শিখেছে সেদিনই তো ও হাঁটতে হাঁটতে কোথায় যেন গিয়েছে। আজও ফেরেনি। আমি তো ওকে এতোদিন ধরে খুঁজলাম। পাচ্ছি না তো!
পূর্ববর্তী:
« হাঁটতে পারা
« হাঁটতে পারা
পরবর্তী:
হাঁস শিকারে তিন চিকিৎসক »
হাঁস শিকারে তিন চিকিৎসক »
Leave a Reply