দুই ফরাসি পুরুষের সংলাপ।
—হজমশক্তি বাড়াতে আমি বিয়ার খাই। লো প্রেশার হলে খাই রেড ওয়াইন। কনিয়াক খাই ফ্লু হলে। আর অ্যানজাইনা হলে লিকার।
—তুমি তাহলে পানি খাও কখন?
—তেমন অসুখ আমার জানা নেই।
পূর্ববর্তী:
« পানি কোথা থেকে এনেছ
« পানি কোথা থেকে এনেছ
পরবর্তী:
পানি খেতে ইচ্ছে করছে না তো »
পানি খেতে ইচ্ছে করছে না তো »
Leave a Reply