সর্দারজি গভীর মনোযোগ দিয়ে একটি বরফের টুকরোর মধ্যে কী যেন খুঁজছেন।
অনেকক্ষণ ধরে বরফের টুকরো নিয়ে নাড়াচাড়া করতে দেখে সর্দারজির এক বন্ধু বললেন, ‘কিরে, বরফের টুকরো নিয়ে এত নাড়াচাড়া করার কী আছে?’
সর্দারজি বললেন, ‘একটা জিনিস খুঁজছি। কিন্তু কিছুতেই সেটা বের করতে পারছি না।’
সর্দারজির বন্ধু বললেন, ‘তা কী সেই জিনিস?’
‘আরে বোকা, দেখছিস না, বরফের টুকরোটা দিয়ে অনবরত পানি ঝরছে। কিন্তু কিছুতেই এই পানি ঝরার ছিদ্রটা খুঁজে পাচ্ছি না রে!’ সর্দারজির জবাব।
পূর্ববর্তী:
« পানি খেয়ে শেষ
« পানি খেয়ে শেষ
পরবর্তী:
পানি ঢালা বন্ধ »
পানি ঢালা বন্ধ »
Leave a Reply