এক লোকের অন্ত্যেষ্টিক্রিয়ায় তার কোনো বন্ধুকে উপস্থিত থাকতে না দেখে অবাক হলো সবাই। অথচ তার অজস্র বন্ধু ছিল। ফেসবুকে।
নৈরাশ্যবাদী মনে করে, গ্লাসটা অর্ধেক শূন্য।
আশাবাদী মনে করে, গ্লাসটা অর্ধেক পূর্ণ।
প্রোগ্রামার মনে করে, গ্লাসের আকার প্রয়োজনের তুলনায় দ্বিগুণ।
সফটওয়্যারগুলোর ইন্টারফেস যত বেশি, বোধগম্য হতে থাকবে, ইউজারদের বুদ্ধিবৃত্তি হবে তত বেশি নিম্নগামী।
এক জেলখানায় নিরাপত্তাব্যবস্থা শিথিল করা হয়েছে। কমিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তাকর্মীর সংখ্যা। জেল কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে জানানো হলো:
—কারণ প্রতিটি কারাকক্ষে আনলিমিটেড ইন্টারনেট সার্ভিস দেওয়া হচ্ছে।
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২২, ২০১০
Leave a Reply