ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—
শিক্ষক: পল্টু, বলো তো কী খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়?
পল্টু: ঘাস, লতাপাতা।
শিক্ষক: আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে, তাই না!
পল্টু: স্যার, ফাজলামো করব কেন! ছাগল আর গরুর চোখের দিকে একটু খেয়াল করে দেখুন, ওরা কী চোখে চশমা দেয়!
পূর্ববর্তী:
« দৃষ্টিভঙ্গির ব্যাপার
« দৃষ্টিভঙ্গির ব্যাপার
পরবর্তী:
দৃষ্টিশক্তি খুব ভালো »
দৃষ্টিশক্তি খুব ভালো »
Leave a Reply