চমৎকার এক বিকেলে ততোধিক চমৎকার একটা ঘটনা ঘটল। এক সুন্দরী তরুণী সর্দারজিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল ধুম করে! কিন্তু সর্দারজির মুখ কালো। ‘ঘটনা কী?’ জিজ্ঞেস করল সেই তরুণী। সর্দারজি মুখ ব্যাজার করে বলল, ‘না রে ভাই, আমার পরিবার এই বিয়ে মেনে নেবে না। কারণ, আমাদের পরিবারে কেবল আত্মীয়দের মধ্যেই বিয়ে হয়। যেমন, আমার বাবা বিয়ে করেছেন আমার মাকে। ভাই ভাবিকে। আপা দুলাভাইকে!’
পূর্ববর্তী:
« আত্মীয়দের মধ্যে বিয়ে
« আত্মীয়দের মধ্যে বিয়ে
পরবর্তী:
আদর করতে ইচ্ছে করছে »
আদর করতে ইচ্ছে করছে »
Leave a Reply