সর্দারজি-পুত্র বড় সিভিল ইঞ্জিনিয়ার। সে একদিন রেলস্টেশন থেকে সর্দারজির বাড়ির সামনের রাস্তাটি পাকা করল। তা দেখে তো সর্দারজির খুশি ধরে না। লোকজনকে ডেকে বললেন, ‘আরে দেখে যাও, আমার ছেলে যা করেছে না!’ সবার প্রশ্ন, ‘কী করেছে?’ ‘কী করেনি! আমার বাড়ি থেকে রেলস্টেশন যত দূরের পথ, রেলস্টেশন থেকেও ঠিক একই দূরত্বের রাস্তা বানিয়েছে আমার ছেলে!’ সর্দারজির জবাব।
পূর্ববর্তী:
« রাস-ঝুলন
« রাস-ঝুলন
পরবর্তী:
রাস্তার কি অসুখ করছেনি »
রাস্তার কি অসুখ করছেনি »
Leave a Reply