হঠাৎ করে ম্যারাথন দৌড়ের মাঠে হাজির সর্দারজি। সবকিছু দেখে যখন কিছুই বুঝলেন না, তখন এক প্রতিযোগীর কাছে জানতে চাইলেন, ‘ভাই, এখানে হচ্ছেটা কী?’
প্রতিযোগী: ম্যারাথন দৌড়। সবার মধ্য থেকে যে প্রথম হবে, তাকে পুরস্কৃত করা হবে।
সর্দারজি: তোমাদের মাথায় তো দেখি ঘিলুই নেই, এতজন দৌড়ানোর কোনো মানে হয়?
প্রতিযোগী: কেন, কী সমস্যা?
সর্দারজি: আরে ভাই, যে প্রথম হবে, সেই তো শুধু পুরস্কার পাবে, তাই না?
প্রতিযোগী: হ্যাঁ, ঠিক তা-ই।
সর্দারজি: তো সে-ই শুধু দৌড়াক না। বাকিদের শুধু শুধু কষ্ট!
পূর্ববর্তী:
« ম্যাগ ক্যাক
« ম্যাগ ক্যাক
পরবর্তী:
ম্যালা বই বইমেলাতে – আহসান হাবীব »
ম্যালা বই বইমেলাতে – আহসান হাবীব »
Leave a Reply