চিকিৎসক ও রোগীর মধ্যে কথা হচ্ছে—
রোগী: স্যার, আমি অনেক দিন ধরেই ধূমপান ছাড়ার চেষ্টা করছি। কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না। আপনি একটু পরামর্শ দিন না, স্যার।
চিকিৎসক: তা কত দিন ধরে ধূমপান ছাড়ার চেষ্টা করছেন?
রোগী: বছর দুয়েক তো হবেই।
চিকিৎসক: বলেন কী? শিগগির কোনো পেট্রলপাম্পে চাকরি খুঁজে নিন, সব ঠিক হয়ে যাবে।
পূর্ববর্তী:
« ধুলোর মধ্যে টেলিফোন নম্বর
« ধুলোর মধ্যে টেলিফোন নম্বর
পরবর্তী:
ধৈর্যের বাঁধ »
ধৈর্যের বাঁধ »
Leave a Reply