ট্রেন থেকে নেমে পল্টু তাঁর বন্ধু রাজনের সঙ্গে কথা বলছে—
পল্টু: জানিস, সারা রাত ট্রেনে ঘুমোতে পারিনি।
রাজন: কেন, সমস্যা কী ছিল?
পল্টু: আর বলিস না। আমার সিট ছিল ওপরের বাংকারে।
রাজন: তা কারও সঙ্গে তো বদল করে নিচের বাংকারে আসতে পারতি!
পল্টু: আরে বোকা, কেবিনে তো আমি একাই ছিলাম। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে কেউ এলে তার সঙ্গে বাংকার বদলাব। কিন্তু সারা রাত আর কেউ আসেনি।
পূর্ববর্তী:
« সারা নেট তন্নতন্ন করে খুঁজেও
« সারা নেট তন্নতন্ন করে খুঁজেও
পরবর্তী:
সারেঙের সঙ্গে কথা »
সারেঙের সঙ্গে কথা »
Leave a Reply