ক্লাসে শিক্ষক বিল্টুকে বললেন, আচ্ছা বিল্টু, তোকে যদি একটি সিংহ মারতে বলা হয়, তাহলে তুই কীভাবে মারবি?
বেশ অনেকক্ষণ চিন্তা করে বিল্টু জবাব দিল, ‘স্যার, সিংহ মারার একটা সহজ বুদ্ধি পেয়েছি।’
শিক্ষক বললেন, ‘তা কী সে বুদ্ধি?’
বিল্টু বলল, ‘আগে আমি বিষ খেয়ে নেব। তারপর সিংহের সামনে শুয়ে পড়ব। সিংহ তো আমাকে খাবে, আর সঙ্গে সঙ্গে মারা পড়বে, ব্যস।’
পূর্ববর্তী:
« সিংহ ও ইঁদুর
« সিংহ ও ইঁদুর
পরবর্তী:
সিংহটা তো নাও জানতে পারে »
সিংহটা তো নাও জানতে পারে »
Leave a Reply