দেশের সীমান্তে দালালের কাজ করে পিঁপড়ে। একদিন হাতি তাকে বলল:
—আমাকে বর্ডারটা পার করিয়ে দাও না!
—ঠিক আছে, আমার সঙ্গে চলো, বলল পিঁপড়ে।
দুজন হাঁটতে শুরু করল সীমান্তের উদ্দেশে। পিঁপড়ে সামনে, হাতি পেছনে। এমন সময় সীমান্তরক্ষী চিৎকার করে জিজ্ঞেস করল:
—কে? কে যায় ওখানে?
—এটা আমি, পিঁপড়ে, পিঁপড়ে বলল।
—তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সঙ্গে ওটা কে?
রীতিমতো রেগে উঠে বলল পিঁপড়ে:
—কে মানে? সঙ্গে করে খাবারও নিতে পারব না নাকি!
পূর্ববর্তী:
« দার্জিলিং স্পেশাল
« দার্জিলিং স্পেশাল
পরবর্তী:
দাড়ি আর টাকার মধ্যে মিল »
দাড়ি আর টাকার মধ্যে মিল »
Leave a Reply