এক লোক বসে খাবার খাচ্ছে গোগ্রাসে। একটু দূরে বসে আছে ক্ষুধার্ত বেড়াল। সে বলল:
—ম্যাও।
লোকটা নির্বিকার। বেড়াল আবার বলল:
—ম্যাও।
কোনো প্রতিক্রিয়া দেখাল না লোকটি। বেড়াল তখন মরিয়া হয়ে বলল:
—এই যে ভাই, ম্যাও-ম্যাও! কথা কি কানে যাচ্ছে না? ঠসা নাকি, ভাই, আপনি?
পূর্ববর্তী:
« কতো রবীন্দ্র সংগীত লিখলাম
« কতো রবীন্দ্র সংগীত লিখলাম
পরবর্তী:
কথা দেয়া »
কথা দেয়া »
Leave a Reply