শুধু টিয়া পাখি নয়, আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরও কিছু বুলি আছে। যখন যার যেখানে অবস্থান, সেই অবস্থান থেকে কিছু মুখস্থ বুলি আওড়ান তাঁরা। সম্প্রতি বিরোধীদলীয় নেত্রী গোলামি সংশ্লিষ্ট একটি বাণী দিয়েছেন। এর পাশাপাশি তিনি আরও যা বলতে পারতেন তা কোনো ধরনের গবেষণা ছাড়াই বের করেছে রস+আলো
সরকার আবার গোলামি চুক্তি করেছে ভারতের সঙ্গে।
জনগণের কথা মাথায় রেখেই হরতাল দিচ্ছি। জনগণ এখন এই হরতাল চায়।
সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনায় পুরোপুরি ব্যর্থ। ক্ষমতায় আসার পর বিদ্যুদ্ব্যবস্থা আগের চেয়ে এক বিন্দুও উন্নত করতে পারেনি সরকার।
দেশের জনগণ আজ অতিষ্ঠ। তারা মধ্যবর্তী নির্বাচন চায়।
পাঁচ বছর অনেক লম্বা সময়, পাঁচ বছর জনগণকে এভাবে দুঃশাসকের হাতে তুলে দিতে পারি না। এ দেশের জনগণের ভাগ্যটা আসলেই খারাপ, দুঃশাসন কখনো তাদের পিছু ছাড়ে না।
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, না খেয়ে মারা যাচ্ছে দেশের মানুষ।
সংসদে কেন যাব, সংসদে যাওয়ার কোনো পরিবেশ আছে? সংসদে কি জনগণের অধিকার নিয়ে কথা বলা যায়? জনগণের অধিকার নিয়ে কথা বলতে হবে রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে। গত পাঁচ বছর তো ওরা তা-ই করল।
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ২০ বছর ধরে এ দেশের আইনশৃঙ্খলা সব সময় খারাপের দিকেই গেছে।
বিটিভি ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসন দেওয়া উচিত। এ দুটো প্রতিষ্ঠান জন্মের পর থেকেই শুধু সরকারের চামচামি করে আসছে।
উন্নয়নের নামে সরকার শুধু নিজেদের উন্নয়নই করছে। এটা নতুন নয়, অতীতেও তা-ই হয়েছে।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১৬, ২০১০
Leave a Reply